ফতুল্লায় ট্রাকের ধাক্কায় রাশিদা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রাশিদা পশ্চিম দেওভোগ এলাকার রিয়াদ হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইমানুর বলেন, রোববার বিকেল চারটার দিকে বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন। এ ঘটনার পর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :