মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন সমন্বয়ক হাসনাত ও সামান্থা


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 14, 2025 মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন সমন্বয়ক হাসনাত ও সামান্থা
নারায়ণগঞ্জে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবেন।

জানা গেছে, সকাল ১০টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে গণসংযোগ এবং পথসভা কার্যক্রম। এরপর, বেলা সাড়ে ১১টায় আদমজী সড়ক ধরে শোভাযাত্রা করা হবে এবং সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে পথসভা ও গণসংযোগ করা হবে। সর্বশেষ, সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে।

কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ ও সামান্থা শারমিনসহ দুই সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী। তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা বাড়ানোর জন্য এই কর্মসূচি পরিচালনা করছেন।