ফেনী পলিটেকনিকের ছাত্রবাসে সিট পেতে লাগবে ডোপ টেস্ট সনদ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 18, 2025 ফেনী পলিটেকনিকের ছাত্রবাসে সিট পেতে লাগবে ডোপ টেস্ট সনদ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসে আসন বরাদ্দপ্রাপ্ত ছাত্রদের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট (রক্তে মাদক পরীক্ষা) সনদ জমা দিতে হবে। এ পরীক্ষায় অনুত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ।