বাণিজ্য মেলায় সাংবাদিকের ওপরে হামলা ও মোবাইল ভাঙচুর
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 2, 2025
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয়ের ওপরে হামলা করেছে ঈগলু আইসক্রিম ষ্টলের কর্মচারীরা। এসময় মোবাইল ফোন ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করে।
শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে রূপগঞ্জে পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জয় জানান, সকালে ঈগলু আইসক্রিমের ষ্টলে কর্মচারীর মেলায় জোর পূর্বক প্রবেশ করতে গেলে গেইটের সিকিউরিটিদের সাথে হাতাহাতি হয়। হাতাহাতির ঘটনা দেখে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় মোবাইল দিয়ে ও ক্যামেরা পার্সন ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে তাদের উপর চড়াও হয় ঈগলুর কর্মচারীরা। একপর্যায়ে তারা জয়ের হামলা করে এলোপাধারী মারধর করে। এসময় হামলাকারীরা তার দুইটি মোবাইল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ। পরে ঈগলু আইসক্রিমের স্টলের বেচাকেনা বন্ধ করে দেয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক ( অপারেশন) সালাউদ্দিন বলেন, সাংবাদিকের উপর হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈগলুর ২ কর্মচারীকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :