বাংলাদেশের পোশাকশিল্পে উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে : ইইউ রাষ্ট্রদূত
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 18, 2025
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, "বাংলাদেশ বিশ্বের অন্যতম পোশাক উৎপাদনকারী দেশ। আমি আজ কারখানা মালিক ও কর্মচারীদের সঙ্গে আলাপ করেছি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।"
সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশে নিটওয়্যার সেক্টরের নারায়ণগঞ্জে দুটি রপ্তানিমুখী পোশাকশিল্পের প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের পোশাকশিল্পের বৈশ্বিক মান উন্নত করার প্রচেষ্টার প্রশংসা করে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, "বাংলাদেশের পোশাকশিল্পে উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে। ইইউর সঙ্গে অংশীদারিত্ব জোরদার হলে এই সেক্টর আরও এগিয়ে যাবে।"
জানা গেছে, সকাল ১১টায় তিনি মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপ পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি কারখানার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শ্রমিকদের কর্মপরিবেশ সম্পর্কে ধারণা নেন। পরে মেট্রো মিটিং অ্যান্ড ডাইং লি: পরিদর্শন করেন।
দুপুর সাড়ে ১২টায় তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর কার্যালয়ে যান। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আলোচনা করেন।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম রাষ্ট্রদূতকে বাংলাদেশের নিটওয়্যার শিল্পের মান, সক্ষমতা, এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে বিস্তারিত ধারণা দেন। তিনি বাংলাদেশি গার্মেন্টসশিল্পের টেকসই উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার অগ্রগতির বিষয় তুলে ধরেন।
রাষ্ট্রদূতের সফরে তার সঙ্গে ছিলেন ইইউর বাংলাদেশ ডেলিগেশনের ট্রেড অ্যাডভাইজার আবু সাইদ বেলাল। উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ।
আপনার মতামত লিখুন :