ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025 ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট

চলতি বিপিএলে আজ সোমবার শেষ হচ্ছে সিলেট পর্ব। শেষ দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। সে হিসেবে ঘরের মাঠে সিলেটেরও শেষ ম্যাচ আজ।

প্রত্যাশা ছিল ঘরের মাঠে ভালো করবে সিলেট। স্থানীয় ভক্তদের ব্যাপক উপস্থিতির লক্ষ্যে এই পর্বে ৫টি ম্যাচ রাখে হয়েছিল তাদের। যদিও প্রত্যাশার সবটুকু সফলতা পায়নি আরিফুল হকের দল। আবার খারাপ পারফরম্যান্সও করেনি স্বাগতিকরা। গেল ৪ ম্যাচের ২টিতে জয় পেয়েছে সিলেট।