চমক দেখিয়ে অস্ট্রেলিয়া স্কোয়াডে কামিন্স


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025 চমক দেখিয়ে অস্ট্রেলিয়া স্কোয়াডে কামিন্স

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন প্যাট কামিন্স। যে কারণে চ্যাম্পিয়ন ট্রফিতে অসি অধিনায়ককে নেওয়া হবে কিনা, তা নিয়ে কিছুদিন দ্বিধাদ্বন্দ্বে ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ধারণা করা হচ্ছিলো, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে খেলতে পারবেন না এই অলরাউন্ডার।

কিন্তু না। কামিন্সকে দলে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কাফ ইনজুরিতে ভোগা আরেক পেসার জশ হ্যাজেলউডও আছেন ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে।