তুর্কি তারকার বীরত্বে জয় ম্যানইউর, আর্সেনালের বিদায়


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025 তুর্কি তারকার বীরত্বে জয় ম্যানইউর, আর্সেনালের বিদায়

‘এক সপ্তাহের মধ্যে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ফুটবলারদের জীবন এমনি।’ ম্যাচ জয়ের পর ‘বিবিসি’কে কথাগুলো বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনিয়মিত গোলরক্ষক আলতায় বাইনদির।

একাদশে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকেই কথাগুলো উচ্চারিত হয়েছে বাইনদির মুখ থেকে। নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানাকে টপকে ঠিকমতো দলে জায়গা পেতেন না তিনি।