চ্যাম্পিয়ন অধিনায়কের হাতে নেতৃত্ব তুলে দিলো পাঞ্জাব


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025 চ্যাম্পিয়ন অধিনায়কের হাতে নেতৃত্ব তুলে দিলো পাঞ্জাব

আইপিএলে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি পাঞ্জাব কিংস। বহুদিনের কাঙ্ক্ষিত শিরোপা জিততে এবার কোমর বেঁধে মেগা নিলামে বসেছিল ফ্র্যাঞ্চাইজিটি। টুনার্মেন্টের ইতিহাসের সর্বোচ্চ দামে (২৬ কোটি ৭৫ লাখ রুপি) শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছিল দলটি। যদিও কিছুক্ষণ পর পাঞ্জাবের রেকর্ড ভেঙে ২৭ কোটি রুপিতে রিশাভ পান্তকে কিনে নেয় লখনৌ সুপার জায়ান্ট।

আইয়ারকে পাঞ্জাব অধিনায়ক নির্বাচিত করবে, সেটা নিলামের পরপরই অনুমান করা গেছে। তার ব্যতিক্রম কিছুই হয়নি। অবশেষে গতকাল রোববার ডানহাতি এই ব্যাটারকে অধিনায়ক ঘোষণা করেছে পাঞ্জাব। আইয়ারকে অধিনায়ক করার মাহাত্ম্য হলো- গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন তিনি।